৩১১৬

পরিচ্ছেদঃ পরিমিত আহার

(৩১১৬) আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দু’জনের খাবার তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট।

عَنْ أَبِـيْ هُرَيرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ طَعَامُ الْاِثنَيْنِ كَافِـي الثَّلَاثَةِ وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِـي الْأَربَعَةِ متفق عَلَيْهِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ