৩১০৩

পরিচ্ছেদঃ এক সাথে খাওয়ার বরকত

(৩১০৩) উমার বিন খাত্ত্বাব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক সাথে খাও এবং পৃথক পৃথক খেয়ো না। যেহেতু জামাআতের সাথে (খাবারে) বরকত আছে।

عَنْ عُمَرَ بْنِ الْـخَطَّابِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ كُلُوا جَـمِيْعًا وَلاَ تَفَرَّقُوا فَإِنَّ الْبَرَكَةَ مَعَ الْجَمَاعَةِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ