৩১০২

পরিচ্ছেদঃ এক সাথে খাওয়ার বরকত

(৩১০২) অহশী ইবনে হারব (রাঃ) হতে বর্ণিত, সাহাবাগণ নিবেদন করলেন, ’হে আল্লাহর রসূল! আমরা খাই, কিন্তু যেন পেট ভরে না।’ তিনি বললেন, তাহলে হয়তো তোমরা আলাদা আলাদা খাও। তারা বললেন, ’জী হ্যাঁ।’ তিনি বললেন, তোমরা জামাআত বদ্ধভাবে ’বিসমিল্লাহ’ বলে আহার করো, তাহলে তাতে তোমাদের জন্য বরকত দান করা হবে।

عَن وَحْشِيِّ بنِ حَربٍ أَنَّ أَصحَابَ رَسُولِ اللهِ ﷺ قَالَوا : يَا رَسُوْلَ اللهِ إنَّا نَأكُلُ وَلاَ نَشْبَعُ ؟ قَالَ فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ قَالَوا : نَعَمْ قَالَ فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ، وَاذْكُرُوا اسْمَ اللهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ رواه أَبُو داود


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ