৩০৮১

পরিচ্ছেদঃ বাড়িতে প্রবেশ করার অনুমতি গ্রহণ ও তার আদব-কায়দা

(৩০৮১) কিলদাহ ইবনে হাম্বাল (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁর কাছে বিনা সালামে প্রবেশ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও এবং বল, ’আসসালামু আলাইকুম, আমি ভিতরে আসব কি?

عَن كِلْدَةَ بْنِ الْـحَنْبَلِ قَالَ : أتَيْتُ النَّبِيَّ ﷺ فَدَخَلْتُ عَلَيْهِ وَلَمْ أُسَلِّمْ فَقَالَ النَّبِـيُّ ﷺارْجِعْ فَقُلْ: اَلسَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ ؟ رواه أَبُو داود والترمذي وقَالَ حديث حسن


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ