২২৯৫

পরিচ্ছেদঃ অতিরঞ্জন ও বাড়াবাড়ি বিষয়ক কতিপয় হাদীস

(২২৯৫) হুযাইফা (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেকে লাঞ্ছিত করা কোন মুমিনের উচিত নয়। সাহাবাগণ বললেন, ’নিজেকে লাঞ্ছিত কীভাবে করে হে আল্লাহর রসূল?’ উত্তরে তিনি বললেন, সেই বিপদকে সে বহন করতে চায়, যা বহন করার ক্ষমতা সে রাখে না।

عَنْ حُذَيْفَةَ عَنْ النَّبِـيِّ ﷺ قَالَ لَا يَنْبَغِي لِمُسْلِمٍ أَنْ يُذِلَّ نَفْسَهُ قِيلَ وَكَيْفَ يُذِلُّ نَفْسَهُ (يَا رَسُوْلَ اللهِ) ؟ قَالَ يَتَعَرَّضُ مِنْ الْبَلَاءِ لِمَا لَا يُطِيْقُ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ