২১৯২

পরিচ্ছেদঃ কারো ব্যঙ্গ-অভিনয় করা

(২১৯২) আয়েশা (রাঃ) বলেন, একদা তাঁর নিকট এক মহিলার কথা অভিনয় করে) নকল করলাম। এর ফলে তিনি বললেন, আমাকে যদি এত এত (প্রচুর অর্থ) দেওয়া হয় তবুও আমি কারো নকল করাকে পছন্দ করব না।

عَنْ عَائِشَةَ قَالَتْ وَحَكَيْتُ لَهُ إِنْسَانًا فَقَالَ مَا أُحِبُّ أَنِّى حَكَيْتُ إِنْسَانًا وَأَنَّ لِى كَذَا وَكَذَا


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ