২০২২

পরিচ্ছেদঃ ক্রীতদাস মুক্ত করার মাহাত্ম্য

(২০২২) আবূ যার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বললাম, ’হে আল্লাহর রসূল! কোন্ আমল সবার চেয়ে উত্তম?’ তিনি বললেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা।’’ আমি বললাম, ’কী ধরনের ক্রীতদাস মুক্ত করা উত্তম?’ তিনি বললেন, ’’যে ক্রীতদাস তার মালিকের কাছে সর্বাধিক আকর্ষণীয় এবং সবার চেয়ে বেশি মূল্যবান।

وَعَن أَبي ذرٍ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ أَيُّ الأَعمَالِ أَفْضَلُ ؟ قَالَ الإِيمَانُ بِاللهِ وَالجِهَادُ فِي سَبيلِ اللهِ قَالَ : قُلْتُ : أَيُّ الرِّقَابِ أَفْضَلُ؟ قَالَ أَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا وَأَكْثَرُهَا ثَمَناً مُتَّفَقٌ عَلَيْهِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ