কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
        
             
      লগইন করুন
                              ১১৮০                 
            
              
              
             
            
          পরিচ্ছেদঃ তাশরীকের দিনগুলির মাহাত্ম্য
(১১৮০) নুবাইশা হুযালী (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাশরীকের দিন হল পানাহার ও আল্লাহর যিকর করার দিন।
 (মুসলিম ২৭৩৩-২৭৩৪)
                                             
                                          
                  عَنْ نُبَيْشَةَ الْهُذَلِىِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ وَذِكْرٍ لِلهِ