১০৯৬

পরিচ্ছেদঃ প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখা মুস্তাহাব

(১০৯৬) মুআযাহ আদাবিয়্যাহ কর্তৃক বর্ণিত, তিনি আয়েশা (রাঃ) কে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতি মাসে তিনটি করে সিয়াম রাখতেন? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, মাসের কোন্ কোন্ দিনে সিয়াম রাখতেন? তিনি বললেন, মাসের যে কোন দিনে সিয়াম রাখতে তিনি পরোয়া করতেন না।

وَعَنْ مُعَاذَةَ العَدَوِيَّةِ : أَنَّهَا سَأَلَتْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهُا : أَكَانَ رَسُولُ اللهِ ﷺ يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثة أيَّامٍ ؟ قَالَت : نَعَمْ فقلتُ : مِنْ أيِّ الشَّهْرِ كَانَ يَصُومُ ؟ قَالَت : لَمْ يَكُنْ يُبَالِي مِنْ أيِّ الشَّهْرِ يَصُومُ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ