৪৩৮৫

পরিচ্ছেদঃ ১১. যে পরিমাণ সম্পদ চুরি করলে চোরের হাত কাটা যায়

৪৩৮৫। ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিরহাম মূল্যের বর্ম চুরির দায়ে চোরের হাত কেটেছেন।[1]

সহীহ।

بَابُ مَا يُقْطَعُ فِيهِ السَّارِقُ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطَعَ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلَاثَةُ دَرَاهِمَ صحيح


Ibn ‘Umar’ said: The Messenger of Allah (ﷺ) had thief’s hand cut off for a shield worth three dirhams.