২৫৯৫

পরিচ্ছেদঃ ৭৮. যুদ্ধে সাংকেতিক নামে ডাকা

২৫৯৫। সামুরাহ ইবনু জুনদুর (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, মুহাজিরদের সাংকেতিক ডাক ছিলো ’আব্দুল্লাহ’, আর আনসারদের সাংকেতিক ডাক ছিলো ’আব্দুর রাহমান।’[1]

بَابٌ فِي الرَّجُلِ يُنَادِي بِالشِّعَارِ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا يَزِيْدُ بْنُ هَارُونَ، عَنِ الْحَجَّاجِ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: كَانَ شِعَارُ الْمُهَاجِرِينَ عَبْدَ اللَّهِ، وَشِعَارُ الْأَنْصَارِ عَبْدَ الرَّحْمَنِ ضعيف


Samurah bin Jundub said “The war-cry of the Emigrants was ‘Abd Allah and that of the helpers ‘Abd Al Rahman.”


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ