২৩৩১

পরিচ্ছেদঃ ৮. রমাযান মাস আসার পূর্বে সওম পালন

২৩৩১। আবূ মুসহির (রহ.) বলেন, সাঈদ ইবনু ’আব্দুল ’আযীয (রহ.) বলতেন, ’সাররাহ’ অর্থ শা’বানের প্রথমভাগ।[1]

শায।

ইমাম আবূ দাঊদ (রহ.) বলেন, কারো মতে, মাসের মধ্যভাগ, কারো মতে, শেষভাগ।

সহীহঃ মাসের শেষভাগ।

بَابٌ فِي التَّقَدُّمِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، قَالَ: كَانَ سَعِيدٌ يَعْنِي ابْنَ عَبْدِ الْعَزِيزِ، يَقُولُ: سِرُّهُ أَوَّلُهُ شاذ قَالَ أَبُو دَاوُدَ: وَقَالَ بَعْضُهُمْ: سِرُّهُ وَسَطُهُ، وَقَالُوا: آخِرُهُ صحيح- آخره


Narrated Ahmad b. 'Abd al-Wahid: On the authority of Abu Mushir. He said: Sa'id, that is, Ibn 'Abd al-'Aziz said: The meaning of the word sirraha is "in the beginning of it (the month)"


হাদিসের মানঃ সহিহ/যঈফ [মিশ্রিত]
পুনঃনিরীক্ষণঃ