৮৮৫

পরিচ্ছেদঃ ১৫৪. রুকূ‘ ও সিজদায় অবস্থানের পরিমাণ সম্পর্কে

৮৮৫। সা’দী (রাঃ) হতে তাঁর পিতা অথবা তাঁর চাচার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাতরত অবস্থায় দেখেছি। তিনি রুকূ’ ও সিজদাতে ’’সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’’ তিনবার পড়ার সমপরিমাণ সময় অবস্থান করতেন।[1]

সহীহ।

باب مِقْدَارِ الرُّكُوعِ وَالسُّجُودِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنِ السَّعْدِيِّ، عَنْ أَبِيهِ، أَوْ عَنْ عَمِّهِ، قَالَ رَمَقْتُ النَّبِيَّ صلي الله عليه وسلم فِي صَلَاتِهِ فَكَانَ يَتَمَكَّنُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ قَدْرَ مَا يَقُولُ ‏"‏ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ ‏"‏ ‏.‏ ثَلَاثًا ‏.‏ - صحيح


Sa’d reported that he heard his father or his uncle say ; I witnessed the Prophet (ﷺ) while offering prayer. He used to stay in his bowing and his prostration as long as one uttera the words “Glory be to Allah and praise be to Him” three times.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ