৮১১

পরিচ্ছেদঃ ১৩২. মাগরিব সালাতে ক্বিরাআতের পরিমাণ

৮১১। জুবাইর ইবনু মুত্ব’ইম হতে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মাগরিবের সালাতে সূরাহ তূর পাঠ করতে শুনেছি।[1]

সহীহ : বুখারী ও মুসলিম।

بَابُ قَدْرِ الْقِرَاءَةِ فِي الْمَغْرِبِ

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلي الله عليه وسلم يَقْرَأُ بِ الطُّورِ فِي الْمَغْرِبِ - صحيح : ق


Jubair b. Mut’im said: I heard the Messenger of Allah (ﷺ) reciting al-Tur(surah lii) in the sunset prayer.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ