৬৩১

পরিচ্ছেদঃ ৮০. কোন সালাত আদায়কারীর কাপড়ের অংশ বিশেষ অন্যের গায়ে থাকা

৬৩১। ’আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাপড়ে সালাত আদায় করলেন। সেটির কিছু অংশ আমার গায়ে ছিল।[1]

সহীহ : মুসলিম। এটি গত হয়েছে।

باب الرَّجُلِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ بَعْضُهُ عَلَى غَيْرِهِ

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ بَعْضُهُ عَلَىَّ ‏.‏ صحيح : م : مضى


‘A’ishah said; the prophet (ﷺ) prayed in a single (piece of) cloth whose one part was upon me.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ