১৩৮

পরিচ্ছেদঃ ৫৩. অযুর অঙ্গসমূহ একবার করে ধোয়া প্রসঙ্গে

১৩৮। ইবনু ’আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অযু সম্পর্কে অবহিত করব না? অতঃপর তিনি অযুর (প্রত্যেক অঙ্গ) একবার করে ধুলেন।[1]

সহীহ : বুখারী।

باب الْوُضُوءِ مَرَّةً مَرَّةً

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَلَا أُخْبِرُكُمْ بِوُضُوءِ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم؟ فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً ‏.‏ - صحيح : خ


‘Ata’ b. Yasar quoting Ibn. ‘Abbas said: May I not tell you how the Messenger of Allah (ﷺ) performed ablution? He then performed ablution washing each limb once only.