১২৭১

পরিচ্ছেদঃ ৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত

১২৭১-[১৮] আর ইমাম আহমাদ উবাই ইবনু কা’ব (রাঃ) থেকে বর্ণনা করেছেন।।

وَرَوَاهُ ألأحمد عَن أبي بن كَعْب

ব্যাখ্যা: উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর বর্ণনায় আহমাদে রয়েছে যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতের শেষ ছাড়া কোন বৈঠক দিতেন না।


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ