লগইন করুন
পরিচ্ছেদঃ
২৫৪। তোমরা সফর কর সুস্থ থাকবে এবং যুদ্ধ কর স্বাবলম্বী হবে।
হাদীসটি দুর্বল।
এটি ইমাম আহমাদ (২/৩৮০) ইবনু লাহীয়াহ সূত্রে দাররাজ হতে ... বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ ইবনু লাহীয়ার কারণে এটির সনদ দুর্বল। কেননা তিনি মুখস্থ বিদ্যার ক্ষেত্রে দুর্বল এবং দাররাজ হচ্ছেন বহু মুনকারের অধিকারী।
ইমাম যাহাবী "সিয়ারু আলামীন নুবালা" গ্রন্থে বলেন, কুতাইবা বলেছেনঃ আমাকে ইমাম আহমাদ বললেনঃ ইবনু লাহী’য়াহ্ হতে তোমার হাদীসগুলো সহীহ্। কারণ আমরা ইবনু ওয়াহহাবের কিতাব হতে লিখেছি, অতঃপর ইবনু লাহী’য়াহ্ হতে শুনেছি। অতএব দাররাজ হচ্ছে হাদীসটির মূল সমস্যা।
ইবনু আবী হাতিম (২/২০৬) তার পিতার উদ্ধৃতিতে বলেছেনঃ হাদীসটি মুনকার। এটির শাহেদ আছে তবে সেটি নিতান্তই দুর্বল। সেটি হচ্ছে নিম্নেরটিঃ (দেখুন পরেরটি)
سافروا تصحوا، واغزوا تستغنوا ضعيف - أخرجه أحمد (2 / 380) من طريق ابن لهيعة عن دراج عن ابن حجيرة عن أبي هريرة مرفوعا قلت: وهذا سند ضعيف من أجل ابن لهيعة فإنه ضعيف الحفظ، ودراج فإنه صاحب مناكير، ولكن الراوي عن ابن لهيعة قتيبة بن سعيد، قال الذهبي في " سير النبلاء " (8 / 15) : قال قتيبة: قال لي أحمد: أحاديثك عن ابن لهيعة صحاح، فقلت لأنا كنا نكتب من كتاب ابن وهب، ثم نسمعه من ابن لهيعة، فالعلة من دراج إذن وقال ابن أبي حاتم (2 / 206) عن أبيه: إنه حديث منكر، وله شاهد ضعيف جدا