৫২৯

পরিচ্ছেদঃ ২৯. জুমু'আর দিনে মিসওয়াক করা ও সুগন্ধি লাগানো।

৫২৯। আহমাদ বিন মানী ... ইয়াযীদ বিন আবু যিয়াদ থেকে অনুরূপ সনদে হাদিস বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রহঃ) বলেন, বারা’আ এর হাদিসটি হাসান। এবং হুশায়ম এর রেওয়ায়াত ইসমাইল বিন ইবরাহীম আত-তায়মী এর রেওয়ায়াতের চেয়ে উত্তম। ইসমাইল বিন ইবরাহীম আত-তায়মী হাদিস শাস্ত্রে দুর্বল।

باب مَا جَاءَ فِي السِّوَاكِ وَالطِّيبِ يَوْمَ الْجُمُعَةِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَرِوَايَةُ هُشَيْمٍ أَحْسَنُ مِنْ رِوَايَةِ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏.‏ وَإِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ ‏.‏


Al-Bara bin Azib narrated: (Another route for the same chain) similar in meaning.