৩৭৫২

পরিচ্ছেদঃ ২৭/৩৯. চুনা ব্যবহার করা

২/৩৭৫২। উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুনা ব্যবহার করেছেন এবং নাভির নীচে নিজ হাতে তা লাগিয়েছেন।

بَاب الِاطِّلَاءِ بِالنُّورَةِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، عَنْ كَامِلٍ أَبِي الْعَلاَءِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ اطَّلَى وَوَلِيَ عَانَتَهُ بِيَدِهِ ‏.‏


It was narrated from Umm Salamah that: "the Prophet(ﷺ) would coat (with hair removing chemical) and remove the pubic hairs with his hand."


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ