২৯৯৩

পরিচ্ছেদঃ ১৯/৪৫. রমযান মাসের উমরা

৩/২৯৯৩। আবূ মা’কিল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ রমযান মাসের একটি উমরা একটি হজ্জের সমতুল্য।

بَاب الْعُمْرَةِ فِي رَمَضَانَ

حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي مَعْقِلٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ عُمْرَةٌ فِي رَمَضَانَ تَعْدِلُ حِجَّةً ‏"‏ ‏.‏


It was narrated from Abu Ma’qil that the Prophet (ﷺ) said: “ ‘Umrah during Ramadan is equivalent to Hajj.”


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ