২৫৯২

পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।

২৫৯২. আব্বাস ইবন মুহাম্মাদ দূরী বাগদাদী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ এক হাজার বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়। তখন তা লাল বর্ণ ধারণ করে। এরপর আরো এক হাজার বছর জ্বালানো হয়। তখন তা ঘোর কৃঞ্চ বর্ণের অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে।

যঈফ, ইবনু মাজাহ ৪৩২০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৯১ [আল মাদানী প্রকাশনী]

সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে এটি মারফু’ নয়। এই বিষয়ে আবূ হুরায়রা (রাঃ) -এর মওকুফ রিওয়ায়তটি অধিক সহীহ। ইয়াহ্ইয়া ইবন আবূ বুকায়র শরীক (রহঃ) সূত্রে ছাড়া আর কেউ এটিকে মারফু’রূপে বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই।

بَابٌ مِنْهُ

حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَاصِمٍ، هُوَ ابْنُ بَهْدَلَةَ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أُوقِدَ عَلَى النَّارِ أَلْفَ سَنَةٍ حَتَّى احْمَرَّتْ ثُمَّ أُوقِدَ عَلَيْهَا أَلْفَ سَنَةٍ حَتَّى ابْيَضَّتْ ثُمَّ أُوقِدَ عَلَيْهَا أَلْفَ سَنَةٍ حَتَّى اسْوَدَّتْ فَهِيَ سَوْدَاءُ مُظْلِمَةٌ ‏"‏ ‏.‏ حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ شَرِيكٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، أَوْ رَجُلٍ آخَرَ عَنْ أَبِي هُرَيْرَةَ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ فِي هَذَا مَوْقُوفٌ أَصَحُّ وَلاَ أَعْلَمُ أَحَدًا رَفَعَهُ غَيْرَ يَحْيَى بْنِ أَبِي بُكَيْرٍ عَنْ شَرِيكٍ ‏.‏


Abu Hurairah narrated that the Prophet (s.a.w) said: "The Fire was kindled for one thousand years until it reddened, then it was kindled for one thousand years until it whitened, then it was kindled for one thousand years until it became blackened, so it is dark black."