৫০৯৭

পরিচ্ছেদঃ ৩৮. অনুমতি চাওয়ার সময় দরজায় করাঘাত করা।

৫০৯৭. মুসাদ্দাদ (রহঃ) .... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, একদা তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে যান তার পিতার দেনা সম্পর্কে আলোচনা করার জন্য। এ সময় আমি দরজায় করাঘাত করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ কে? আমি বলিঃ আমি। তখন তিনি বলেনঃ আমি, আমি (কি?)। মনে হয় তিনি এটা অপছন্দ করেন।

باب الرَّجُلِ يَسْتَأْذِنُ بِالدَّقِّ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ ذَهَبَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي دَيْنِ أَبِيهِ فَدَقَقْتُ الْبَابَ فَقَالَ ‏"‏ مَنْ هَذَا ‏"‏ ‏.‏ قُلْتُ أَنَا ‏.‏ قَالَ ‏"‏ أَنَا أَنَا ‏"‏ ‏.‏ كَأَنَّهُ كَرِهَهُ ‏.‏


Jabir said that he went to the prophet (ﷺ) about the debt of my father. He said : I knocked at the door. He asked : who is there? I replied: it is I. he said: I, as though he disapproved of it.