৫০৭৯

পরিচ্ছেদঃ ৩৪. দাস-দাসী মনিবের সাথে ভাল ব্যবহার করলে সে সম্পর্কে।

৫০৭৯. আবদুল্লাহ্‌ ইবন মাসলামা (রহঃ) ..... আবদুল্লাহ্‌ ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন দাস তার মনিবের সাথে ভাল ব্যবহার করে এবং আল্লাহ্‌র ইবাদত উত্তমরূপে করে, তখন সে দ্বি-গুণ ছাওয়াব পায়। (মনিবের সেবার জন্য এবং আল্লাহ্‌র ইবাদতের জন্য।)

باب مَا جَاءَ فِي الْمَمْلُوكِ إِذَا نَصَحَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ الْعَبْدَ إِذَا نَصَحَ لِسَيِّدِهِ وَأَحْسَنَ عِبَادَةَ اللَّهِ فَلَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ ‏"‏ ‏.‏


‘Abd Allah b. ‘Umar reported the Messenger of Allah (May peace be upon him) as saying: when a slave acts sincerely towards his master and worship Allah well, he will have a double reward.