৪৮৮৯

পরিচ্ছেদঃ ৭৯. ব্যক্তি তার বক্তৃতায় বলেঃ আম্মা বা'দ- এ সস্পর্কে।

৪৮৮৯. আবূ বকর ইবন আবূ শায়বা (রহঃ) ....... যায়দ ইবন আরকাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা পেশের সময় বলেন- ’আম্মা বা’দ’ -অর্থাৎ এরপর বক্তব্য হলো।

باب فِي الرَّجُلِ يَقُولُ فِي خُطْبَتِهِ ‏"‏ أَمَّا بَعْدُ ‏"‏

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ يَزِيدَ بْنِ حَيَّانَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَهُمْ فَقَالَ ‏ "‏ أَمَّا بَعْدُ ‏"‏ ‏.‏


Zaid b. Arqam said that the Prophet (May peace be upon him) addressed them, saying : To proceed (amma ba’d)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ