৪৮৮৮

পরিচ্ছেদঃ ৭৮. যে বলে- “লোকদের ধারণা এরূপ” এ সম্পর্কে।

৪৮৮৮. আবূ বকর ইবন আবূ শায়বা (রহঃ) .... আবূ মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি আবূ আবদুল্লাহ্‌ (রাঃ)-কে জিজ্ঞাসা করেন; অথবা আবূ আবদুল্লাহ্‌ (রহঃ) আবূ মাসউদ (রাঃ)-কে জিজ্ঞাসা করেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ’লোকদের ধারণা এরূপ’- এ উক্তি সম্পর্কে কি বলতে শুনেছেন? তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ এ ধরনের উক্তি খুবই খারাপ!

ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ আবূ আবদুল্লাহ্‌ (রহঃ)-এর নাম হলো- হুযায়ফা।

باب قَوْلِ الرَّجُلِ زَعَمُوا

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَبُو مَسْعُودٍ لأَبِي عَبْدِ اللَّهِ أَوْ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لأَبِي مَسْعُودٍ مَا سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي ‏"‏ زَعَمُوا ‏"‏ ‏.‏ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ زَعَمُوا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا حُذَيْفَةُ ‏.‏


Abu Mas’ud asked Abu ‘Abu Allah, or Abu Abd Allah asked Abu Mas’ud; what did you hear the Messenger of Allah (May peace be upon him) say about za’ama (they alleged, asserted, or it is said). He replied : I heard the Messenger of Allah (May peace be upon him) say: it is a bad riding-beast for a man (to say) za’ama (they asserted). Abu DAwud said : This Abu ‘Abd Allah is Hudhaifah.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ