৪৭২২

পরিচ্ছেদঃ ৭. হায়া বা শরম সম্পর্কে।

৪৭২২. আবদুল্লাহ্‌ ইবন মাসলাম (রহঃ) ..... আবূ মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পূর্ববর্তী নবীদের যে কথা লোকদের স্মরণ আছে, তা হলোঃ যখন তোমার শরম না থাকে, তখন তুমি যা ইচ্ছা- তা কর।

باب فِي الْحَيَاءِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ الأُولَى إِذَا لَمْ تَسْتَحِ فَافْعَلْ مَا شِئْتَ ‏"‏ ‏.‏


Abu Mas`ud reported the Messenger of Allah (ﷺ) as saying : One of the things people have learnt from the words of the earliest prophecy is : If you have no shame, do what you like.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ