৪৫৬৮

পরিচ্ছেদঃ ৯. খিলাফাত সম্পর্কে।

৪৫৬৮. মূসা ইবন আমির (রহঃ) .... আবদুর রহমান ইবন সুলায়মান (রাঃ) বলেনঃ আজমী বাদশাহদের থেকে একজন বাদশাহ অচিরেই বের হবেন, যিনি দামিশক ছাড়া আর সব শহর দখল করবেন।

باب فِي الْخُلَفَاءِ

حَدَّثَنَا مُوسَى بْنُ عَامِرٍ الْمُرِّيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلاَءِ، أَنَّهُ سَمِعَ أَبَا الأَعْيَسِ عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَلْمَانَ، يَقُولُ سَيَأْتِي مَلِكٌ مِنْ مُلُوكِ الْعَجَمِ يَظْهَرُ عَلَى الْمَدَائِنِ كُلِّهَا إِلاَّ دِمَشْقَ ‏.‏


Abu al-A’yas ‘Abd al-Rahman b. Salaman said: A king of the foreigners will come and prevail over all the cities except Damascus.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ