৪১৬১

পরিচ্ছেদঃ ১৭. খিজাব সম্পর্কে।

৪১৬১. মুহাম্মদ ইব্‌ন উবায়দ (রহঃ) .... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, একদা তাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিযাব ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিযাব ব্যবহার করেননি। তবু আবূ বকর ও উমার (রাঃ) অবশ্যই খিযাব ব্যবহার করেন।

باب فِي الْخِضَابِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّهُ سُئِلَ عَنْ خِضَابِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَذَكَرَ أَنَّهُ لَمْ يَخْضِبْ وَلَكِنْ قَدْ خَضَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏.‏


Thabit said that Anas was asked about the hair-dye of the Prophet (ﷺ). He replied: He did not dye his hair, but Abu Bakr and 'Umar dyed their hair.