২৪২৭

পরিচ্ছেদঃ ২৫০. নবী করীম (সাঃ) কিভাবে রোযা রাখতেন।

২৪২৭. মূসা ইবন ইসমাঈল .... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন যে, তিনি শা’বান মাসের অল্প ক’দিন ছাড়া পুরো রোযা রাখতেন।

باب كَيْفَ كَانَ يَصُومُ النَّبِيُّ صلى الله عليه وسلم

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ ‏.‏ زَادَ كَانَ يَصُومُهُ إِلاَّ قَلِيلاً بَلْ كَانَ يَصُومُهُ كُلَّهُ ‏.‏


The tradition mentioned above has alos been transmitted by Abu Hurairah through a different chain of narrators to the same effect. This version adds: He would fast all but a little of Sha'ban, rather he used to fast the whole of Sha'ban.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ