২৬৩

পরিচ্ছেদঃ ৪/৩৫. ফজরের ও মাগরিবের সালাতে কিরাআত

২৬৩. ইবনু ’আব্বাস (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, উম্মুল ফাযল (রাযি.) তাঁকেوَالْمُرْسَلَاتِ عُرْفًا সুরাটি তিলাওয়াত করতে শুনে বললেন, বেটা! তুমি এ সূরা তিলাওয়াত করে আমাকে স্মরণ করিয়ে দিলে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মাগরিবের সালাতে এ সূরাটি পড়তে শেষবারের মত শুনেছিলাম।

القراءة في الصبح والمغرب

حَدِيْثُ أُمِّ الْفَضْلِ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ إِنَّ أُمَّ الْفَضْلِ سَمِعَتْهُ وَهُوَ يَقْرَأُ (وَالْمُرْسَلَاتِ عُرْفًا) فَقَالَتْ يَا بُنَيَّ وَاللهِ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هَذِهِ السُّورَةَ إِنَّهَا لَآخِرُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهَا فِي الْمَغْرِبِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ