১২৯১

পরিচ্ছেদঃ ২৩৩: হজ্জ্বের অপরিহার্যতা ও তার ফযীলত

১৩/১২৯১। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চড়ে হজ্জ সমাধা করেন। আর ঐ বাহনটিই ছিল প্রয়োজনীয় যাবতীয় সাজ-সরঞ্জামের বাহক। (বুখারী) [1]


* (অর্থাৎ তিনি যে উটের বাহনে চড়ে হজ্জ করেছেন সেই বাহনেই তাঁর খাদ্য-পানীয় তথা অন্যান্য আনুষঙ্গিক আসবাবপত্রও চাপানো ছিল।)

(233) بَابُ وُجُوْبِ الْحَجِّ وَفَضْلِهِ

عَن أَنَسٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم حَجَّ عَلَى رَحْلٍ وَكَانَتْ زَامِلَتَهُ. رواه البخاري

(233) Chapter: The Obligation of Hajj (Pilgrimage) and its Excellence


Anas (May Allah be pleased with him) reported: The Messenger of Allah (ﷺ) performed the pilgrimage on an unsaddled camel which also carried his provisions (i.e., his Zamilah). [Al- Bukhari]. Commentary: "Zamilah'' is a mount like a horse, mule etc., on which luggage is loaded while travelling. What it means here is that the Prophet (PBUH) travelled for Hajj on such a mount on which he kept his provision for the journey also. In other words, it was his Zamilah as well. This incident happened during Hajjat-ul-Wada` (Farewell Pilgrimage). This Hadith shows the Prophet's total humility and humbleness and his disregard for the life of the world.