১২০৯

পরিচ্ছেদঃ ২১৫: দাঁতন করার মাহাত্ম্য ও প্রকৃতিগত আচরণসমূহ

৬/১২০৯। আবূ মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ’একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রবেশ করলাম, তখন দাঁতনের একটি দিক তাঁর জিভের উপর রাখা ছিল।’ (বুখারী ও মুসলিম, এ শব্দগুলি মুসলিমের)[1]

(215) بَابُ فَضْلِ السِّوَاكِ وَخِصَالِ الْفِطْرَةِ

وَعَن أَبِي مُوسَى الأَشعَرِي رضي الله عنه، قَالَ: دَخَلتُ عَلَى النَّبيِّ صلى الله عليه وسلم وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ . متفقٌ عَلَيْهِ، وهذا لفظ مسلمٍ

(215) Chapter: The Excellence of using Miswak (Tooth-Stick)


Abu Musa Al-Ash'ari (May Allah be pleased with him) reported: I came to the Prophet (ﷺ) once and noticed the tip of Miswak (tooth-stick) on his tongue. [Al-Bukhari and Muslim].