১২০৬

পরিচ্ছেদঃ ২১৫: দাঁতন করার মাহাত্ম্য ও প্রকৃতিগত আচরণসমূহ

৩/১২০৬। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ’আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য দাঁতন ও ওজুর পানি প্রস্তুত করে রাখতাম। অতঃপর আল্লাহর যখন রাতে তাকে জাগাবার ইচ্ছা হত, তখন তিনি জেগে উঠতেন। তারপর মিসওয়াক বা দাঁতন করতেন এবং ওযু করে নামায পড়তেন।’ (মুসলিম)[1]

(215) بَابُ فَضْلِ السِّوَاكِ وَخِصَالِ الْفِطْرَةِ

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَت: كُنَّا نُعِدُّ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم سِوَاكَهُ وَطَهُورَهُ، فَيَبْعَثُهُ اللهُ مَا شَاءَ أَنْ يَبْعَثَهُ مِنَ اللَّيْلِ، فَيَتَسَوَّكُ، وَيَتَوضَّأُ وَيُصَلِّي . رواه مسلم

(215) Chapter: The Excellence of using Miswak (Tooth-Stick)


'Aishah (may Allah be pleased with her) reported: We used to prepare for the Messenger of Allah (ﷺ) a Miswak (tooth-stick) and the water for making Wudu'. Whenever Allah wished to awaken him from sleep at night, he (ﷺ) would brush his teeth with Miswak, make Wudu', and perform Salat. [Muslim]. Commentary: This Hadith shows how particular the Prophet (PBUH) was about using Miswak. Besides pointing out the importance of Miswak, it also throws light on the noble conduct of the wives of the Prophet (PBUH) as it shows how keen they were about his needs, habits and temperament.