৮৪৩

পরিচ্ছেদঃ ১৩০: স্বপ্ন ও তার আনুষঙ্গিক বিবরণ

২/৮৪৩। উক্ত রাবী (আবূ হুরায়রাহ রা.) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’’(কিয়ামতের) নিকটবর্তী যুগে মু’মিনের স্বপ্ন মিথ্যা হবে না। আর মু’মিনের স্বপ্ন নবুঅতের ছেচল্লিশ ভাগের এক ভাগ।’’ (অর্থাৎ মু’মিন স্বপ্ন যোগে ভবিষ্যতের খবর জানতে পারে। যেমন, অহীর দ্বারা নবীদেরকে ভবিষ্যৎ সম্পর্কে অবহিত করা হত।) (বুখারী ও মুসলিম) [1]

অন্য এক বর্ণনায় আছে, ’’আর তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি সত্য কথা বলে, তার স্বপ্ন সবচেয়ে বেশি সত্য।’’

(130) بَابُ الرُّؤْيَا وَمَا يَتَعَلَّقُ بِهَا

وَعَنْهُ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: « إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤيَا المُؤْمِنِ تَكْذِبُ، وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأرْبَعِينَ جُزْءاً مِنَ النُّبُوَّةِ متفقٌ عَلَيْهِ وفي رواية: أصْدَقُكُمْ رُؤْيَا، أصْدَقُكُمْ حَدِيثاً

(130) Chapter: Visions in Dream and matters relating to them


Abu Hurairah (May Allah be pleased with him) reported: The Prophet (ﷺ) said, "When the time draws near (i.e., near the end of the world), the dream of a believer can hardly be false; and the dream of a believer represents one part from forty-six parts of Prophethood." [Al-Bukhari and Muslim]. One narration says: Messenger of Allah (ﷺ) said, "The most truthful of you in their speech are those who see the truest visions." Commentary: According to the saying of Messenger of Allah (PBUH), in the last phase of this world, true believers will see dreams in which Allah will show them certain facts. Al-Muhallab said: The visions of the Prophets are true and those of the believers are mostly true because Satan does not overtake their hearts. As for the dreams of the disbelievers and the disobedient Muslims, they are mostly untrue because Satan has overtaken their hearts.