৬৩৩

পরিচ্ছেদঃ ৭৩: সচ্চরিত্রতার মাহাত্ম্য

৮/৬৩৩। উক্ত রাবী (আবূ হুরায়রাহ) রাদিয়াল্লাহু ’আনহু থেকেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’মু’মিনদের মধ্যে সে ব্যক্তি পূর্ণ মু’মিন, যে তাদের মধ্যে চরিত্রের দিক দিয়ে সুন্দরতম। আর তোমাদের উত্তম ব্যক্তি তারা, যারা তাদের স্ত্রীদের নিকট উত্তম।’’ (তিরমিযী হাসান সহীহ সূত্রে) [1]

بَابُ حُسْنِ الْخُلُقِ - (73)

وَعَنهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «أكْمَلُ المُؤمِنِينَ إِيمَاناً أحسَنُهُمْ خُلُقاً، وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ ». رواه الترمذي، وقال: حديث حسن صحيح

(73) Chapter: Good Conduct


Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (ﷺ) said, "The most perfect man in his faith among the believers is the one whose behaviour is most excellent; and the best of you are those who are the best to their wives." [At- Tirmidhi]. Commentary: This Hadith brings into light the corollary of faith and complaisant manners. We may put it in this way that the degree of a man's excellent behaviour determines the degree of his faith. Or the sublimity of faith calls for the sublimity of morals. Similarly, a man who is polite and courteous to his wife will be considered as the best.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ