৬২৫

পরিচ্ছেদঃ ৭২: অহংকার প্রদর্শন ও গর্ববোধ করা অবৈধ

৯/৬২৫ সালামাহ্ ইবনুল আক্ওয়া’ রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি অহংকারবশত নিজকে বড় মনে করে লোকজনকে উপেক্ষা করে চলতে থাকে। পরিশেষে অহংকারী ও উদ্ধতদের মধ্যে তার নাম লিখা হয়, তারপর সে অহংকারী ও উদ্ধত লোকদের বিপদে পতিত হয়। (তিরমিযি)।

হাদীসটি যঈফ। সিলসিলাহ যয়ীফাহ ১৯১৪নং

بَابُ تَحْرِيْمِ الْكِبْرِ وَالْإِعْجَابِ - (72)

وَعَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رضي الله عنهقَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم: «لَا يَزَالُ الرَّجُلُ يَذْهَبُ بِنفْسِهِ حَتّىٰ يُكْتَبَ فِي الجَبَّارِيْنَ، فَيُصِيْبُهُ مَا أَصَابَهُمْ » رواهُ الترمذي وقال: حديث حسن .

(72) Chapter: Condemnation of Pride and Self-Conceit


Salamah bin Al-Akwa' (May Allah be pleased with him) reported: Messenger of Allah (ﷺ) said, "Man continues to display haughtiness and arrogance until he is recorded among the arrogant and will be therefore afflicted with what afflicts them." [At- Tirmidhi]. Commentary: To adopt the habits and manners of good people is deemed to be desirable. But, on the contrary, to take to the bad ways of bad people is considered undesirable. A man will ultimately be counted among those people whom he will take as a model to emulate, because he is gradually fitted into their framework and assimilates all of their qualities. Quite naturally then retribution will be administered to him accordingly.