৬১৯

পরিচ্ছেদঃ ৭২: অহংকার প্রদর্শন ও গর্ববোধ করা অবৈধ

৩/৬১৯। হারেসাহ ইবনে অহাব রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ’’আমি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না কি? (তারা হল) প্রত্যেক রূঢ় স্বভাব, কঠিন হৃদয় দাম্ভিক ব্যক্তি।’’ (মুসলিম) [1]

بَابُ تَحْرِيْمِ الْكِبْرِ وَالْإِعْجَابِ - (72)

وَعَن حَارِثَةَ بنِ وهْبٍ رضي الله عنه قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ:«أَلاَ أُخْبِرُكُمْ بِأهْلِ النَّارِ ؟ كُلُّ عُتُلٍّ جَوّاظٍ مُسْتَكْبِرٍ». مُتَّفَقٌ عَلَيهِ

(72) Chapter: Condemnation of Pride and Self-Conceit


Harithah bin Wahab (May Allah be pleased with him) reported: Messenger of Allah (ﷺ) said, "Shall I not inform you about the inmates of Hell? It is every violent, impertinent and proud person." [Al-Bukhari and Muslim]. Commentary: Flouting at Divine rules, niggardliness (to keep from spending in the way of Allah) and haughtiness are condemnable habits, and those who indulge in them will be pushed into Hell. May Allah keep us in His Shelter from it!