১৮৪৭

পরিচ্ছেদঃ সিরকা।

১৮৪৭। মুহাম্মদ ইবনু সাহল ইবনু আসকর বাগদাদী (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরকা কতই না ভাল সালন।

সহীহ, ইবনু মাজাহ ৩৩১৬, ৩৩১৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪০ [আল মাদানী প্রকাশনী]

আবদুল্লাহ ইবনু আবদুর রহমান (রহঃ) ... সুলায়মান ইবনু বিলাল (রহঃ) সূত্রে এ সনদে অনুরূপ বর্ণিত আছে। তবে তিনি বলেছেন,نِعْمَ الإِدَامُ أَوِ الأُدْمُ الْخَلُّ উত্তম ইদাম কিংবা উদুম (সালন হল সিরকা)। এই হাদীসটি হাসান-সহীহ এবং এই সূত্রে গারীব। হিশাম ইবনু উরওয়া (রহঃ)-এর রিওয়ায়াত হিসাবে সুলায়মান ইবনু বিলার (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে কিছু জানি যায়নি।

باب مَا جَاءَ فِي الْخَلِّ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ نِعْمَ الإِدَامُ الْخَلُّ ‏"‏ ‏.‏ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ إِلاَّ أَنَّهُ قَالَ ‏"‏ نِعْمَ الإِدَامُ أَوِ الأُدْمُ الْخَلُّ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ إِلاَّ مِنْ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ ‏.‏


Narrated 'Aishah: That the Messenger of Allah (ﷺ) said: "What an excellent condiment vinegar is." Another chain with similar except that he (ﷺ) said: "What an excellent condiment, or, (the most excellent of) condiments is vinegar." [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih Gharib from this route. It is not known as a Hadith of Hisham bin 'Urwah except through the narration of Sulaiman bin Bilal.