১৮৪৬

পরিচ্ছেদঃ সিরকা।

১৮৪৬। হাসান ইবনু আরাফা (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন সিরকা হল উত্তম সালন।

সহীহ, ইবনু মাজাহ ৩৩১৬, ৩৩১৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩৯ [আল মাদানী প্রকাশনী]

আবদা ইবনু আবদুল্লাহ খুযাঈ বাসরী (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সিরকা কতই না উত্তম সালন। এই বিষয়ে ’আয়িশা, উম্মু হানী রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। এটি মুবারক ইবনু সাঈদ (রহঃ) এর রিওয়ায়াত অপেক্ষা অধিকতর সহীহ।

باب مَا جَاءَ فِي الْخَلِّ

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ سَعِيدٍ، هُوَ أَخُو سُفْيَانَ بْنِ سَعِيدٍ الثَّوْرِيِّ عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ نِعْمَ الإِدَامُ الْخَلُّ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأُمِّ هَانِئٍ ‏.‏ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ الْبَصْرِيُّ، قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ نِعْمَ الإِدَامُ الْخَلُّ ‏"‏ ‏.‏ هَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ مُبَارَكِ بْنِ سَعِيدٍ ‏.‏


Narrated Jabir: That the Prophet (ﷺ) said: "What an excellent condiment vinegar is." Narrated Jabir: That the Prophet (ﷺ) said: "What an excellent condiment vinegar is." There are narrations on this topic from 'Aishah and Umm Hani', and this is more correct than the narration of Mubarak bin Sa'eed