৭২০৭

পরিচ্ছেদঃ ৫. আমলে আল্লাহ্‌ ব্যতীত অন্যকে শরীক করা

৭২০৭। আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... জুনদুব আল-আলাকী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি (লোক সমাজে) প্রচারের উদ্দেশ্য (নেক) আমল করে আল্লাহ্‌ তা’আলাও তাঁর (প্রকৃত উদ্দেশ্যের) কথা লোকদের শুনিয়ে দিবেন। আর যে ব্যাক্তি লোক দেখানোর উদ্দেশ্যে (কোন সৎকাজ) করে আল্লাহ্‌ তা’আলাও তার (প্রকৃত উদ্দেশ্যের) কথা লোকদের মাঝে প্রকাশ করে দিবেন।

باب مَنْ أَشْرَكَ فِي عَمَلِهِ غَيْرَ اللَّهِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ جُنْدُبًا الْعَلَقِيَّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ يُسَمِّعْ يُسَمِّعِ اللَّهُ بِهِ وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ ‏"‏ ‏.‏


Jundub reported Allah's Messenger (ﷺ) as saying: He who wants to publicise (his deeds), Allah will publicise (his humility), and he who makes a hypocritical display (of his deeds), Allah will make a display of him.