৫৩৭

পরিচ্ছেদঃ ৪৯. ইমামের জন্য মুআযযিনের অপেক্ষা করা।

৫৩৭. উছ্মান ইবনু আবূ শায়বা .... জাবের ইবনু সামুরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ) আযান দেয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতেন এবং যখন তিনি রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামাযের জন্য বের হয়ে আসতে দেখতেন তখন ইকামত দিতেন। (মুসলিম, তিরমিযী, ইবনু মাজাহ)।

باب فِي الْمُؤَذِّنِ يَنْتَظِرُ الإِمَامَ

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ بِلاَلٌ يُؤَذِّنُ ثُمَّ يُمْهِلُ فَإِذَا رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ خَرَجَ أَقَامَ الصَّلاَةَ ‏.‏


Jabir b. Samurah said: Bilal would call the Adhan, then he used come to wait. When he would see that the prophet (ﷺ) had come out (of his house), he would pronounce the iqama.