২০৯

পরিচ্ছেদঃ ৮৩. মযী (বীর্যরস) সম্পর্কে।

২০৯. আবদুল্লাহ্ ইবনু মাসলামা .... আলী ইবনু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি মিকদাদকে বললাম … এরপর যুহায়েরের সূত্রে বর্ণিত হাদীছের অনুরূপ অর্থের ছাদীছ বর্ণনা করেন।

ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এই হাদীছ আল-মুফাদ্দাল ইবনু ফুদালা, ছাওরী ও ইবনু উয়ায়না- হিশামের সূত্রে, তিনি তাঁর পিতার সূত্রে এবং তিনি আলী (রাঃ) এর সূত্রে বর্ণনা করেন। অনুরূপভাবে এই হাদীছ ইবনু ইসহাক- হিশাম ইবনু উরওয়ার সূত্রে, তিনি তাঁর পিতার সূত্রে, তিনি মিকদাদ (রাঃ) এর সূত্রে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে বর্ণনা করেন। (নাসাঈ, ইবনু মাজাহ)।

এই বর্ণনা ধারায় (أُنْثَيَيْهِ) বা “অন্ডকোষদ্বয়” শব্দটির উল্লেখ নাই।

باب فِي الْمَذْىِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ حَدِيثٍ، حَدَّثَهُ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قُلْتُ لِلْمِقْدَادِ ‏.‏ فَذَكَرَ مَعْنَاهُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ وَجَمَاعَةٌ وَالثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَرَوَاهُ ابْنُ إِسْحَاقَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنِ الْمِقْدَادِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم لَمْ يَذْكُرْ ‏ "‏ أُنْثَيَيْهِ ‏"‏ ‏.‏ حكم : صحيح (الألباني


‘Urwah reported on the Authority of his father a tradition from ‘Ali b. Abi Talib who said : I Asked al-Miqdad (to consult the prophet). He then narrated the tradition bearing the same meaning. Abu Dawud said; this tradition has been reported with another chain of narrators. This version does not mention the word “testicles”. Grade : Sahih (Al-Albani)