৫০৯৪

পরিচ্ছেদঃ ১২. পানাহারের আদবসমূহ ও তার বিধান

৫০৯৪। কুতায়বা (রহঃ) ... (মালিক ইবনু আনাস (রাঃ) থেকে), অন্য সনদে ইবনু নুমায়র (রহঃ) পিতা নুমায়র থেকে, অপর একটি সনদে ইবনু মুসান্না (রহঃ) ইয়াহইয়া আল-কাততান (রহঃ) থেকে, শেষোক্ত দু’জন উবায়দুল্লাহ থেকে, আর তারা সকলে যুহরী (রহঃ) থেকে সুফিয়ান (রহঃ) এর (অনুরূপ) সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন।

باب آدَابِ الطَّعَامِ وَالشَّرَابِ وَأَحْكَامِهِمَا ‏‏

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ الْقَطَّانُ - كِلاَهُمَا عَنْ عُبَيْدِ اللَّهِ، جَمِيعًا عَنِ الزُّهْرِيِّ، بِإِسْنَادِ سُفْيَانَ ‏.‏


This hadith is reported by Zuhri on the authority of Sufyan with a different chain of transmitters.