কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
        
             
      লগইন করুন
                              ১০৩৯                 
            
              
              
             
            
          পরিচ্ছেদঃ ৫/৬৬. জুতা পরে সালাত আদায়।
৩/১০৩৯। আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জুতা পরিহিত অবস্থায় এবং মোজা পরিহিত অবস্থায় সালাত আদায় করতে দেখেছি।
 তাখরীজ কুতুবুত সিত্তাহ: আহমাদ ৪৩৯২। 
তাহক্বীক্ব আলবানী: সহীহ। 
                                             
                                          
                  بَاب الصَّلَاةِ فِي النِّعَالِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَقَدْ رَأَيْنَا رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي فِي النَّعْلَيْنِ وَالْخُفَّيْنِ .
                    
                It was narrated that ‘Abdullah said:
“We saw the Messenger of Allah (ﷺ) performing prayer wearing sandals and leather slippers.”