হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৬৩৪

পরিচ্ছেদঃ ১১) ক্বিয়ামুল্লায়ল (রাতে নফল নামায পড়া) করার প্রতি উদ্বুদ্ধকরণ

৬৩৪. (হাসান লি গাইরিহী) সামুরা বিন জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে বলতেনঃ

’’দু’টি বিষয় ছাড়া দুনিয়াতে কোন হিংসা[1] নেই। একজন লোক আরেক লোককে হিংসা করে এজন্যে যে, আল্লাহ্‌ তাকে অনেক সম্পদ দিয়েছেন। সেখান থেকে সে ব্যয় করে। খুব বেশী ব্যয় করে। তখন সেই লোকটি বলেঃ আমার কাছে যদি সম্পদ থাকতো, তবে এ লোক যেমন সৎভাবে ব্যয় করে আমিও তেমন ব্যয় করতাম। সে তাকে হিংসা করে। আরেক ব্যক্তি কুরআন পাঠ করে এবং কিয়ামুল্লায়ল করে। তার পাশে আরেক জন লোক আছে সে কুরআন জানে না। ঐ ব্যক্তির কিয়ামুল্লায়ল দেখে সে তাকে হিংসা করে। অথবা মহামহিম আল্লাহ যে তাকে কুরআন শিখিয়েছেন তাতে হিংসা করে। বলেঃ আল্লাহ যদি এ লোকের মত আমাকে কুরআন শিখাতেন, তবে সে যেমন ক্বিয়ামুল্লায়ল করে আমিও তেমন করতাম।’’

(ত্বাবরানী [কাবীর গ্রন্থে] হাদীছটি বর্ণনা করেছেন)

الترغيب في قيام الليل

(حسن لغيره) وَعَنْ سمرة بن جندب رَضِيَ اللَّهُ عَنْهُ قال كأنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَنَا:"لَيْسَ فِي الدُّنْيَا حَسَدٌ إِلا فِي اثْنَيْنِ: الرَّجُلِ يغبط الرَّجُلَ أَنْ يُعْطِيَهُ اللَّهُ الْمَالَ الْكَثِيرَ، فَيُنْفِقَ مِنْهُ فَيُكْثِرَ النَّفَقَةَ، يَقُولُ الآخَرُ: لَوْ كَانَ لِي ماَلٌ لأَنْفَقْتُ مِثْلَ مَا يُنْفِقُ هَذَا وَأَحْسَنَ، فَهُوَ يَحْسُدُهُ، وَرَجُلٍ يَقْرَأُ الْقُرْآنَ، فَيَقُومُ اللَّيْلَ، وَعِنْدَهُ رَجُلٌ إِلَى جَنْبِهِ لا يَعْلَمُ الْقُرْآنَ , فَهُوَ يَحْسُدُهُ عَلَى قِيَامِهِ، وَعَلَى مَا عَلَّمَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنَ الْقُرْآنَ، فَيَقُولُ: لَوْ عَلَّمَنِيَ اللَّهُ مِثْلَ هَذَا لَقُمْتُ مِثْلَ مَا يَقُومُ. رواه الطبراني في الكبير