হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৫৫৮

পরিচ্ছেদঃ ৩৮) নামায অবস্থায় কোমরে হাত রাখার ব্যাপারে ভীতি প্রদর্শন

৫৫৮. (সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নামায অবস্থায় কোমরে হাত রাখতে নিষেধ করেছেন।’’

(হাদীছটি বর্ণনা করেছেন বুখারী ১২১৯, মুসলিম ৫৪৫ ও তিরমিযী ৩৮৩)

মুসলিম ও তিরমিযীর বর্ণনায় এসেছেঃ ’নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন মানুষকে কোমরে হাত রেখে নামায আদায় করতে।’

(নাসাঈ এবং আবু দাউদও অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন।)

الترهيب من وضع اليد على الخاصرة في الصلاة

(صحيح) عن أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال: نَهَي عَنِ الْخَصْرِ فِي الصَّلاَةِ رواه البخاري ومسلم والترمذي ولفظهما أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أنْ يُصَلِّيْ الرَّجُلُ مُخْتَصِراً والنسائي نحوه وأبو داود


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ