হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৫৫৬

পরিচ্ছেদঃ ৩৭) বিনা প্রয়োজনে সিজদার স্থান থেকে পাথর প্রভৃতি ঝেড়ে ফেলা এবং ফুঁ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন

৫৫৬. (সহীহ্) মুআ’ইক্বেব (রাঃ) থেকে বর্ণিত। নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’নামায পড়া অবস্থায় তুমি পাথর ঝেড়ে ফেল না। যদি কিছু করতেই হয়, তবে একবার মাত্র (সিজদার স্থানের) পাথরগুলোকে বরাবর করে দিতে পার।’’[1]

(হাদীছটি বর্ণনা করেছেন বুখারী ১২০৭, মুসলিম ৫৪৬, তিরমিযী ৩৮০, নাসাঈ ১১৯৩, আবু দাউদ ৯৪৬, ইবনে মাজাহ ১০২৬)

الترهيب من مسح الحصى وغيره في موضع السجود والنفخ فيه لغير ضرورة

(صحيح) و عَنْ مُعَيْقِيبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَمْسَحْ وَأَنْتَ تُصَلِّي فَإِنْ كُنْتَ لَا بُدَّ فَاعِلًا فَوَاحِدَةٌ تَسْوِيَةَ الْحَصَى. رواه البخاري ومسلم والترمذي والنسائي وأبو داود وابن ماجه


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মু‘আইকিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ