হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৮৫

পরিচ্ছেদঃ ২৮) মানুষে যাকে পছন্দ করে না তার ইমামতি করার প্রতি ভীতি প্রদর্শন

৪৮৫. (সহীহ্ লি গাইরিহী) আতা ইবনে দিনার আল হুযালি (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’আল্লাহ তা’আলা তিন ব্যক্তির নামায কবূল করেন না, তাদের নামায আকাশে উঠে না এবং তাদের মাথার উপরে উঠে যায় না।
(১) যে ব্যক্তি কোন কওমের ইমামতি করে অথচ তারা তাকে অপছন্দ করে।
(২) যে ব্যক্তি জানাযার নামাযে ইমামতি করে অথচ তাকে তাতে অনুমতি দেয়া হয়নি।
(৩) যে নারীকে তার স্বামী সহবাসের জন্য ডাকে অথচ সে তা অস্বীকার করে রাত কাটায়।’’

(ইবনে খুযায়মা এ হাদীছটি এভাবে মুরসাল সূত্রে বর্ণনা করেছেন ৩/১১)

الترهيب من إمامة الرجل القوم وهم له كارهون

) (صحيح لغيره) و عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ الْهُذَلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : ثَلاَثَةٌ لاَ تُقْبَلُ اللهُ مِنْهُمْ صَلاَةٌ ، وَلاَ تَصْعَدُ إِلَى السَّمَاءِ ، وَلاَ تُجَاوِزُ رُؤُوسَهُمْ : رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ ، وَرَجُلٌ صَلَّى عَلَى جَنَازَةٍ وَلَمْ يُؤْمَرْ ، وَامْرَأَةٌ دَعَاهَا زَوْجُهَا مِنَ اللَّيْلِ فَأَبَتْ عَلَيْهِ. (رواه ابن خزيمة في صحيحه هكذا مرسلا)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ