হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৬৮

পরিচ্ছেদঃ ২৪) ফজর নামায ও আসর নামায শেষে মুসল্লায় বসে থাকার প্রতি উদ্বুদ্ধকরণ

৪৬৮. (সহীহ্ লি গাইরিহী) ইবনে ওমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যক্তি ফজরের নামায আদায় করে, অতঃপর নিজ মুসল্লায় এতক্ষণ বসে থাকে যখন তার নামায পড়া সম্ভব হয় (অর্থাৎ সূর্যোদয় পর্যন্ত), (তার এই নামায) একটি মাকবূল ওমরা ও একটি মাকবূল হজ্জের সমতুল্য।’’

(ত্বাবরানী [আওসাত গ্রন্থে] হাদীছটি বর্ণনা করেছেন)

الترغيب في جلوس المرء في مصلاه بعد صلاة الصبح وصلاة العصر

(صحيح لغيره) وَعَنْ ابن عمر رَضِيَ اللَّهُ عَنْهُمَا قال ...قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من صلى الصبح ثم جلس في مجلسه حتى تمكنه الصلاة كان بمنزلة عمرة وحجة متقبلتين رواه الطبراني في الأوسط


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ